নানা আয়োজনের মধ্যদিয়ে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) বর্ষবরণ উদযাপিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. এম. কামরুজ্জামানের নেতৃত্বে একটি বর্ণিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি টিএসসির সামনে থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে।
শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. বিধান চন্দ্র হালদার, রেজিস্ট্রার, প্রক্টর, ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের পরিচালকসহ অন্যান্য শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
পরে টিএসসির সামনে শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দুপুর ১২টায় চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
এছাড়াও বাদ যোহর কেন্দ্রীয় মসজিদে দেশ জাতির সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
বর্ষবরণকে কেন্দ্র করে হাবিপ্রবির স্থাপত্য বিভাগের আয়োজনের ক্যাম্পাসের বিভিন্ন স্থানে বর্ণিল আল্পনাসহ বিভিন্ন কারুকার্য তুলে ধরা হয়।
আরএইচ/জেআইএম