দেশজুড়ে

বালিয়াকান্দিতে বর্ষবরণে ঘোড়দৌড় প্রতিযোগিতা

পহেলা বৈশাখে রাজবাড়ীতে ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ এপ্রিল) বিকেলে জেলার বালিয়াকান্দি উপজেলার চত্রার বিলের মাঠে এ প্রতিযোগিতার আয়োজন হয়।

প্রতিযোগিতার আয়োজক স্থানীয় ইউপি সদস্য মো. খায়রুল ইসলাম জানান, ৯ জোড়া ঘোড়া প্রতিযোগিতায় অংশ নেয়। এসময় দূর-দূরান্ত থেকে হাজার হাজার মানুষ প্রতিযোগিতা দেখতে ভিড় জমায়।

প্রতিযোগিতায় মাগুরার মহম্মদপুর উপজেলার সিন্দাইল গ্রামের মোক্তার মোল্লার ঘোড়া প্রথম, একই উপজেলার গোপালনগর গ্রামের ফুল মিয়ার ঘোড়া দ্বিতীয় ও মোক্তার মোল্লার আরেকটি ঘোড়া তৃতীয় স্থান অধিকার করে।

তিনি আরও বলেন, প্রাচীন বাংলার ঐতিহ্য ধরে রাখতে পহেলা বৈশাখে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। হাজার হাজার মানুষ প্রতিযোগিতা উপভোগ করেছেন।

এ সময় জামালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম মিয়া মোড়ল, ইউপি সদস্য খোকন, সামছুল ইসলামসহ অনেক উপস্থিত ছিলেন।

রুবেলুর রহমান/আরএইচ/জেআইএম