দেশজুড়ে

টেকনাফে মাদরাসাছাত্রের বিবস্ত্র মরদেহ উদ্ধার

কক্সবাজারের সীমান্তবর্তী উপজেলা টেকনাফে রিদুয়ান (১০) নামের এক মাদরাসাছাত্রের বিবস্ত্র মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিনগত রাত ১টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের উত্তর লম্বরী এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

রিদুয়ান টেকনাফ সদর ইউনিয়নের উত্তর লম্বরী গ্রামের হাশিম মাঝির ছেলে। সে উত্তর লম্বরী এলাকার ফাতেমাতুজ জোহরা (রা.) মাদরাসার হেফজ বিভাগের ছাত্র ছিল। 

টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, নিহত মাদরাসাছাত্রের মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

এসআর/এমএস