দেশজুড়ে

রাজবাড়ীতে ২৪ ঘণ্টায় ডায়রিয়া আক্রান্ত ১১১ রোগী হাসপাতালে

রাজবাড়ীতে কিছুতেই কমছে না ডায়রিয়ার প্রকোপ। গত ২৪ ঘণ্টায় ২৪ সেবিকাসহ হাসপাতালে ভর্তি হয়েছেন ১১১ রোগী। রোগীর চাপ সামলাতে হিমশিম খাচ্ছেন কর্তৃপক্ষ।

সোমবার (১৮ এপ্রিল) দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. শেখ মো. আব্দুল হান্নান জানান, ডায়রিয়া পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও বর্তমানে নার্সিং ইনষ্টিটিউটের ৪০ সেবিকা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে হাসপাতালে ভর্তি হয়েছেন ২৪ জন।

তিনি বলেন, হাসপাতালে ১২ বেডের বিপরীতে ভর্তি থাকছে ৬-১০ গুণ বেশি রোগী। ফলে বারান্দাসহ অন‌্যান‌্য ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন রোগীরা। এর মধ্যে ৩৬ জন রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছে।

এদিকে হাসপাতালে রোগীদের জন‌্য বিশুদ্ধ খাবার পানির ব‌্যবস্থা করেছেন সংরক্ষিত নারী আসনের এমপি সালমা চৌধুরী রুমা। দুপুরে হাসপাতালের জরুরি বিভাগের পাশে তার দেওয়া একটি পানি বিশুদ্ধকরণ ফিল্টার উদ্বোধন করেন তিনি।

রুবেলুর রহমান/আরএইচ/এএসএম