বিশ্বজুড়ে ১৭ এপ্রিল ইস্টারের পবিত্র দিনটি উদযাপিত হয়েছে। অনেকে তাদের উদযাপনের ছবিগুলো ইনস্টাগ্রামে পোস্ট করেছে। অনেক সেলিব্রিটিও তাদের ভক্তদের সাথে তাদের ইস্টার উদযাপনের ঝলক শেয়ার করেছেন। তাদের মধ্যে একজন প্রিয়াঙ্কা চোপড়া।
তিনি ইস্টারে লং ড্রাইভে গিয়েছিলেন এবং স্বামী নিক জোনাসের সাথে আয়োজনটি স্পেশাললি উদযাপন করেছেন। এই দম্পতি জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে তাদের প্রথম সন্তানকে স্বাগত জানান।
প্রিয়াঙ্কা চোপড়া নিক জোনাসের সাথে সূর্য-চুম্বিত ইস্টার উদযাপনের একাধিক ছবি শেয়ার করেছেন। প্রথমটি ছিল তাদের ইস্টার সাজসজ্জার সামনে নিকের সাথে একটি সেলফি।
প্রিয়াঙ্কা একটি মুস্টেড হলুদ কো-অর্ড পরেছিলেন, হুপ কানের দুল। নিক একটি মাল্টিকালার ফিট পরিধান করেছিলেন।
ক্যাপশনে প্রিয়াঙ্কা লিখেছেন, ‘আমাদের পক্ষ থেকে শুভ ইস্টার’।
এলএ/এমএস