নোয়াখালীর চাটখিল উপজেলার ৯ ইউনিয়ন ও এক পৌরসভায় পাঁচ হাজার হতদরিদ্র পরিবারের মাঝে খাদ্য ও ইফতারসামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৯ এপ্রিল) দিনব্যাপী স্থানীয় রহমত উল্যা ও আজিজা ফাউন্ডেশনের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী ও জেলা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, গরিব ও অসহায় মানুষকে মানবিক সহায়তা হিসেবে এসব উপহারসামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে সোনাইমুড়ী উপজেলার সব পৌরসভা ও ইউনিয়নে গরিবদের সহায়তা দেওয়া হবে।
অনুষ্ঠানে জেলা পরিষদ প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল পৌরসভার সাবেক মেয়র মোহাম্মদ উল্যা পাটোয়ারী, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক আহসান হাবীব সমির, পাঁচগাঁও ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান সৈয়দ মাহমুদ হাসান তরুন, বদলকোট ইউপি চেয়ারম্যান সোলাইমান শেখ, পরকোট ইউপি চেয়ারম্যান বাহার আলম মুন্সি, খিলপাড়া ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, নোয়াখোলা ইউপি চেয়ারম্যান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।
ইকবাল হোসেন মজনু/এসআর/এমএস