দেশজুড়ে

ঈদ করা হলো না আবিরের

ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে যাওয়ার পথে ট্রাকের ধাক্কায় ওয়াহিদুজ্জামান আবির (২০) নামের এক কলেছাত্র নিহত হয়েছেন। এ সময় তার ফুফাত ভাই মামুনও (২০) আহত হন।

বুধবার (২০ এপ্রিল) ভোরে ঢাকার সাভার উপজেলার সিঅ্যান্ডবি মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আবির পাবনার চাটমোহর উপজেলার দোলং গ্রামের সার্জেন্ট (অব.) ইব্রাহিম খলিলের ছেলে। তিনি ঢাকার তেজগাঁও কলেজের হোটেল অ্যান্ড ট্যুরিজম বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ছিলেন।

সন্ধ্যায় চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম জাগো নিউজকে দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আবিরের বাবা ইব্রাহিম খলিল জাগো নিউজকে জানান, সেহরির পর নামাজ পড়ে ফুফাতো ভাই মামুনকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলযোগে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আবির। পথে একটি ট্রাক চাপা দিলে ঘটনাস্থলেই আবির মারা যান।

আমিন ইসলাম জুয়েল/এসজে/জিকেএস