সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে বলিউড কিং খান শাহরুখের ভক্ত এখন ১ কোটি। ভালোবাসার জন্য ভক্তদের ধন্যবাদ জানিয়েছেন এই সুপারস্টার। এছাড়া টুইটারে প্রথমবারের মতো ভক্তদের জন্য একটি অডিও বার্তা পাঠিয়েছেন শাহরুখ। -খবর টাইমস অব ইন্ডিয়া ও ইন্ডিয়া টুডেবার্তায় শাহরুখ বলেন, এই প্রথমবারর মতো তোমরা আমাকে টুইটারে শুনতে পাচ্ছো। তোমাদের সবাইকে আমি অনেক ভালোবাসি। কারণ তোমাদের ভালোবাসার জন্যই আজ আমি ১ কোটির ঘরে আসতে পেরেছি। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ ও ভালোবাসা রইল।যদি ভক্তরা এই অভিজ্ঞতাকে পছন্দ করে তাহলে খুব শিগগিরই একটা ভয়েজ ব্লগও চালু করার কথা জানান শাহরুখ।বলিউড অভিনেতাদের মধ্যে একমাত্র অমিতাভ বচ্চনই ১ কোটি ১৬ লাখ ভক্ত নিয়ে শাহরুখের উপরে রয়েছেন।