প্রতি বছর ইনডিপেনডেন্ট টেলিভিশনে রমজানের ত্রিশ দিন নিয়মিতভাবে প্রচার অনুষ্ঠানটি। নাম ‘বাজার সদাই’। এবারেও প্রতিদিন বিকেল ৪টা ৪০ মিনিটে দেখা যাচ্ছে অনুষ্ঠানটি।
ঈদ ফ্যাশন ও কেনাকাটা বিষয়ক এই শো-তে বাজারের সব ধরনের নতুন আইটেম ও ফ্যাশন ট্রেন্ড এবং বাজার দর জানিয়ে দেয়া হয়।
শাত-ইল কবীরের প্রযোজনায় এই অনুষ্টানটি উপস্থাপনা করছে টিভি সংবাদ এর পরিচিত ও জনপ্রিয় সংবাদ উপস্থাপক মুজাহিদুল ইসলাম শিব্বীর।
তারা জানান, প্রতি বছরের মতো এবারেও অনুষ্ঠানটি দর্শকের আগ্রহের কেন্দ্রবিন্দুতে রয়েছে। সবাই বাজার সম্পর্কে তথ্য পেতে অুনষ্ঠানটি দেখেন। অনেকে অভিজ্ঞতা নিয়ে বাজার করতে যান।
এলএ/জেআইএম