দেশজুড়ে

বিরামপুরে তরমুজের কেজি ৫০, আনারস ৬০ টাকায় বিক্রি

তীব্র গরমে দিনাজপুরের বিরামপুরে ৫০ টাকা কেজিতে তরমুজ ও ৬০ টাকা কেজিতে আনারস বিক্রয় হচ্ছে।

সোমবার (২৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, সড়কের পাশের তরমুজ ব্যবসায়ীরা ৫০ টাকা কেজি দরে তরমুজ বিক্রয় করছেন। কোথাও কোথাও সবজির দোকানে একইভাবে তরমুজ ও আনারস বিক্রি করা হচ্ছে।

উপজেলার কাটলা বাজারে আনারস বিক্রেতা আলম হোসেন জাগো নিউজকে বলেন, আড়ত থেকে আনারস কিনে আনি। দাম বেশি হওয়ায় আমাদের কেজি দরে বিক্রয় করতে হয়। এতে যে পরিমাণ লাভ হয় তাতে আমরা ঝুঁকিতে থাকি। কারণ অনেক ফল পচে নষ্ট হয়। এতে আমাদের বেশি লাভ হয় না।

একই বাজারে তরমুজ কিনতে আসা রহিম উদ্দিন জাগো নিউজকে বলেন, একটি তরমুজ কিনতে ৩০০-৪০০ টাকা লাগে। এতো টাকা দিয়ে আমাদের মত মানুষের তরমুজ কিনে খাওয়া অসাধ্য ব্যাপার।

ষাটোর্ধ আনাল আলী বলেন, বাড়িতে ছোট নাতিটার জ্বর। সকালে আনারস খেতে চেয়েছে সে। বাজারে এসে শুনি আনারস ৬০ টাকা কেজি দরে বিক্রয় হচ্ছে। না কিনেই চলে এসেছি।

মো.মাহাবুর রহমান/আরএইচ/এএসএম