নোয়াখালীর বেগমগঞ্জে অবৈধ পলিথিন তৈরির কারখানায় অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তিন কারখানাকে দুই লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২৫ এপ্রিল) দুপুরে বিসিক শিল্প এলাকায় এ অভিযান পরিচালনা করেন বেগমগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামসুন নাহার।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালায় ভ্রাম্যমাণ আদালত। এসময় নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে পরিবেশ সংরক্ষণ আইনে এসপি প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এক লাখ টাকা, ভাই ভাই প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে এক লাখ টাকা ও আল মদিনা প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিংকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ইকবাল হোসেন মজনু/আরএইচ/এএসএম