নাটোরের বড়াইগ্রামে স্ত্রী হত্যায় মো. শাহীন মণ্ডলকে (৩৫) যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২৬ এপ্রিল) দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. শরীফ উদ্দিন এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত ব্যক্তি বড়াইগ্রাম উপজেলার তেলো পশ্চিমপাড়া গ্রামের রইস উদ্দিন মণ্ডলের ছেলে।
জেলা জজ কোর্টের এপিপি আরিফুর রহমান মামলার বরাত দিয়ে জানান, ২০১৫ সালে উপজেলার বনপাড়া কালিকাপুর এলাকার আফছার মিয়াজীর মেয়ে চাম্পা খাতুনের সঙ্গে শাহীন মণ্ডলের বিয়ে হয়। এরপর থেকে যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করতে থাকেন স্বামীসহ তার শ্বশুর বাড়ির লোকজন। ২০১৬ সালের ২০ জানুয়ারি সকালে স্বামীর পরিবারের লোকজন যৌতুকের জন্য চাম্পাকে নির্যাতন করেন। একপর্যায়ে তারা চাম্পার গলা কেটে হত্যা করে পালিয়ে যান।
খবর পেয়ে চাম্পার বাবাসহ এলাকাবাসী চাম্পাকে মৃত অবস্থায় স্বামী শাহীন মণ্ডলের ঘরে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। এ বিষয়ে চাম্পার বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেন। সাক্ষ্যপ্রমাণ শেষে আদালত মঙ্গলবার এ রায় ঘোষণা করেন।
রেজাউল করিম রেজা/আরএইচ/এএসএম