খেলাধুলা

ফের চেন্নাইয়ের অধিনায়ক ধোনি

আইপিএলের এবারের আসরে একের পর এক ম্যাচ হারতে হারতে অধিনায়কত্বই ছেড়ে দিলেন রবিন্দ্র জাদেজা।। ফলে আবারও মহেন্দ্র সিং ধোনির কাছে ফিরলো চেন্নাই সুপার কিংস। আসরের বাকি ম্যাচগুলোতে চেন্নাইয়ের অধিনায়কত্ব করবেন ধোনি।

শনিবার সন্ধ্যায় এক আনুষ্ঠানিক বিবৃতিতে এ খবর জানিয়েছে চেন্নাই সুপার কিংস কর্তৃপক্ষ। এখন পর্যন্ত আট ম্যাচের মধ্যে ছয়টিতে হেরে টেবিলের নয় নম্বরে রয়েছে আইপিএলের বর্তমান চ্যাম্পিয়ন চেন্নাই। ব্যর্থতার দায় কাঁধে নিয়েই দায়িত্ব ছাড়লেন জাদেজা।

চেন্নাইয়ের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, 'অধিনায়কত্ব ছেড়ে দিয়ে নিজের খেলায় আরও বেশি মনোযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রবিন্দ্র জাদেজা। তাই তিনি ধোনিকে অনুরোধ করেছেন দায়িত্ব নেওয়ার। পুনরায় দলকে নেতৃত্ব দিতে রাজি হয়েছেন ধোনি। যাতে করে জাদেজা নিজের খেলায় মনোযোগ দিতে পারেন।'

চলতি আসরের আগে চেন্নাইয়ের একমাত্র অধিনায়ক ছিলেন ধোনিই। তার অধীনে সবশেষ ২০২১ সালে চ্যাম্পিয়নসহ মোট চারটি শিরোপা জিতেছে চেন্নাই। তবে এবারের খেলা শুরুর আগে অধিনায়কত্ব ছেড়ে দেন ধোনি। তার বদলে দায়িত্ব দেওয়া হয়েছিল জাদেজাকে।

এসএএস/জেআইএম