ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী বাসের ধাক্কায় সুবির (৪০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
শনিবার (৩০ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উত্তর সুহিলপুর এলাকার এ দুর্ঘটনা ঘটে। নিহত সুবির জেলা শহরের পাইকপাড়া এলাকার শান্তি দেবের ছেলে।
পুলিশ ও উদ্ধারকারীরা জানায়, শনিবার রাতে সুবির মোটরসাইকেলে উত্তর সুহিলপুর আসলে ঢাকা থেকে ছেড়ে আসা লাবীবা পরিবহনের একটি বাস পেছন থেকে তাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুখেন্দু বসু জানান, মোটরসাইকেলটি বাসের সামনে ছিল। পেছন থেকে বাসটি মোটরসাইকেলে ধাক্কা দিলে তা উল্টে আরোহী নিহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। আটক করা হয়েছে বাসটি।
আবুল হাসনাত মো. রাফি/জেডএইচ/