খেলাধুলা

বিরামপুর সীমান্তে ঈদের আনন্দে চমক নারী ফুটবল

ঈদের আনন্দকে দ্বিগুণ মাত্রায় বাড়িয়ে দিতে দিনাজপুরের বিরামপুর সীমান্তে উত্তরবঙ্গের খ্যাতিমান ও জাতীয় দলের নারী ফুটবলারদের নিয়ে অনুষ্ঠিত হলো ফুটবল টুর্নামেন্ট। সীমান্ত এলাকায় যুবকদের মাদকের ছোবল থেকে দূরে রাখার প্রয়াসে এ খেলার আয়োজন করেছেন আয়োজকরা।

বুধবার (৪ মে) বিকেলে উপজেলার সীমান্তবর্তী রামচন্দ্রপুর আদিবাসী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাটলা খেলোয়াড় কল্যাণ সংস্থার আয়োজনে 'বজলুর রশীদ প্রীতি প্রমিলা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২২' অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং কাটলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান ইউনুছ আলী মন্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবক বজলুর রশীদ।

এ টুর্নামেন্টে বীর মুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু এমপি মহিলা দল দিনাজপুর ও লারমনিরহাট জেলা মহিলা দল অংশগ্রহণ করে। খেলার মাঠ হাজারো দর্শকে পরিপূর্ণ ছিল। সীমান্ত এলাকায় এমন আয়োজনকে সাধুবাদ জানান এলাকার খেলাপ্রেমিক ও সচেতনমহল।

খেলায় রেফারি ছিলেন ভোলানাথ সরকার। ধারাভাষ্যের দায়িত্ব পালন করেছেন আসাদুজ্জামান আসাদ ও এসকে আরিফ। ম্যাচে ২-০ গোলে বীরমুক্তিযোদ্ধা মরহুম মোস্তাফিজুর রহমান ফিজু এমপি মহিলা দল দিনাজপুর চাম্পিয়ন হয়। এ দুটি দলে জাতীয় দলে খেলে এমন ৬ জন খেলোয়াড় খেলেছেন।

মোঃ মাহাবুর রহমান/এসএএস/জিকেএস