ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ডোবার পানিতে ডুবে মোসাইবা আক্তার (৩) ও সানাউল হক (৩) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৫ মে) বেলা আড়াইটার দিকে উপজেলার বিনাউটি ইউনিয়নের তিনলাখপীর গ্রামে এ ঘটনা ঘটে। শিশু মোসাইবা ওই গ্রামের জুয়েল মিয়ার মেয়ে ও সানাউল হক কুমিল্লার হৃদয় মিয়ার ছেলে।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মনির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঈদের ছুটিতে সানাউল তার পরিবারের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে আসে। আজ দুপুরের পর তার মামাতো বোন মোসাইবার সঙ্গে বাড়ির উঠানে খেলা করছিল। এর কিছুক্ষণ পর তাদের খুঁজে পাচ্ছিল না পরিবারের সদস্যরা। অনেক খোঁজাখুঁজির পর বাড়ির পেছনে ডোবা থেকে তাদের অচেতন অবস্থায় উদ্ধার করা হয়। এরপর স্থানীয় একটি ক্লিনিকে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
আবুল হাসনাত মো. রাফি/এমআরআর/এএসএম