দেশজুড়ে

বেনাপোল পৌরসভার দায়িত্ব নিলেন শার্শা ইউএনও

মেয়াদোত্তীর্ণ পৌর পরিষদের অবসান ঘটিয়ে বেনাপোল পৌরসভার দায়িত্বভার গ্রহণ করলেন যশোরের শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নারায়ণ চন্দ্র পাল। মেয়র আশরাফুল আলম লিটন বৃহস্পতিবার (৫ মে) দুপুরে পৌরসভার কার্যালয়ে তার কাছে দায়িত্ব হস্তান্তর করেন।

এসময় সদ্যবিদায়ী বেনাপোল পৌর মেয়র লিটন বলেন, আমরা নির্দিষ্ট সময়ের জন্য পৃথিবীতে এসেছি। আবার চলে যাবো। তার আগে যে কয়দিন আমরা বেঁচে থাকবো সমাজ ও মানুষের জন্য কিছু করে যাওয়া আমাদের দায়িত্ব ও কর্তব্য।

গত ২৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের উপ-সচিব মোহাম্মাদ ফারুক হোসেন স্বাক্ষরিত এক আদেশে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বেনাপোল পৌরসভার প্রশাসক নিয়োগ দেন। এর আগে পৌর মেয়র আশরাফুল আলম লিটন ১১ বছর ৩ মাস দায়িত্ব পালন করেন।

মো. জামাল হোসেন/এমআরআর/জিকেএস