দেশজুড়ে

ফরিদপুরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি, চার ব্যবসায়ীকে জরিমানা

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় চার ব্যবসায়ীকে জরিমানা করা হয়েছে।

উপজেলার বোয়ালমারী ও সহস্রাইল বাজারে বৃহস্পতিবার (৫ মে) রাতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে তাদের জরিমানা করা হয়।

শুক্রবার (৬ মে) সকালে বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেজাউল করিম জাগো নিউজকে বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, ঈদকে সামনে রেখে বোতলজাত সয়াবিন তেল নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে বিক্রি করায় সহস্রাইল বাজারের মা স্টোরকে পাঁচ হাজার টাকা, রবিউল স্টোরকে তিন হাজার, রাকিব স্টোরকে পাঁচ হাজার এবং বোয়ালমারী বাজারে রাজিব স্টোরকে তিন হাজার টাকা জরিমানা করা হয়

এছাড়া কেজিতে তরমুজ বিক্রি করায় সহস্রাইল বাজারের তরমুজ ব্যবসায়ী সিদ্দিক মিয়াকে এক হাজার টাকা জরিমানা করা হয়। সেইসঙ্গে জাবেদ বস্ত্রালয়কে পথচারী চলাচলের জায়গায় মালামাল রাখায় তিন হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারিয়া হক। তিনি জাগো নিউজকে বলেন, ঈদকে সামনে রেখে অনেক অসাধু ব্যবসায়ী সরকার নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সয়াবিন তেল ও কেজিতে তরমুজ বিক্রি করছিল এমন অভিযোগের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানো হয়।

এন কে বি নয়ন/এমআরআর/জিকেএস