বান্দরবান থেকে ঢাকাগামী সব গণপরিবহনের টিকিট অগ্রিম বুকিং করে রাখা আছে। এতে বিপাকে পড়েছেন ঢাকাগামী পর্যটকরা। ঢাকা যাওয়ার জন্য টিকিট পেতে এক কাউন্টার থেকে অন্য কাউন্টারে ছুটতে দেখা গেছে পর্যটকদের।
শুক্রবার (৬ মে) সন্ধ্যায় বান্দরবান বাসস্টেশন এলাকায় এ চিত্র দেখা যায়।
ঢাকার সায়েদাবাদ থেকে বান্দরবান ভ্রমণে আসা পর্যটক ঈশান জাগো নিউজকে বলেন, ‘ঈদের আগে বন্ধুবান্ধবসহ আমরা মোট ১১ জন বান্দরবান বেড়াতে এসেছিলাম। ঈদের দিন বাস কাউন্টারগুলো বন্ধ থাকায় আগাম ফিরতি টিকিট নিতে পারিনি। আজ কোনো বাস কাউন্টারেই টিকিট মিলছে না।’
ঢাকায় ফিরতে গত দুইদিন ধরে বাসের টিকিট কাউন্টারগুলোতে ঘুরছেন সাভার থেকে আসা আরেক পর্যটক গোলাম মাসুদ নাঈম। কিন্তু কোনো বাসের টিকিট পাচ্ছেন না তিনি।
বাস কাউন্টার ঘুরে দেখা যায়, বান্দরবান থেকে চট্টগ্রাম রুটের পূরবী ও পূর্বানী পরিবহনের টিকিটও আগামী বুকিং হয়ে গেছে। এতে চট্টগ্রামগামী যাত্রীরাও পড়েছেন বিপাকে।
সৌদিয়া পরিবহনের বান্দরবান কাউন্টার ম্যানেজার মোজাম্মেল হক ও শ্যামলী পরিবহনের কাউন্টার ম্যানেজার রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, করোনাকালীন প্রায় দুই বছর বান্দরবানে তেমন পর্যটকের আগমন ঘটেনি। তবে এবার ঈদের টানা সরকারি ছুটিতে প্রচুর পর্যটকের আগমন ঘটেছে। ফলে ঢাকাগামী যাত্রীর সংখ্যা কয়েকগুণ বেড়েছে।
তারা আরও জানান, ঢাকাগামী ৭ ও ৮ মের সব টিকিট আগাম বুকিং রয়েছে। ফলে নতুন কোনো যাত্রীকে সেবা দেওয়া সম্ভব হচ্ছে না।
বান্দরবান জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়েসুর রহমান জাগো নিউজকে বলেন, ভোগান্তির বিষয়ে এখন পর্যন্ত কেউ অভিযোগ করেননি। তারপরও আগামীকাল থেকে যাত্রী ভোগান্তির বিষয়টি প্রশাসনের নজরদারিতে থাকবে।
নয়ন চক্রবর্তী/এসআর/এএসএম