নীলফামারীতে দুদিন ধরে তেলের পাম্পগুলোতে মিলছে না পেট্রল ও অকটেন। ডিপো থেকে তেল সরবরাহ না করায় এ সংকট দেখা দিয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। এতে ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকরা। পাম্পে এসে হতাশা নিয়ে ফিরছেন অনেকে।
শুক্র ও শনিবার জেলা ও উপজেলার পেট্রলপাম্পগুলো ঘুরে এমন চিত্র দেখা গেছে। ফিলিং স্টেশন মালিকরা বলছেন রোববার থেকে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে।
ডোমার শহরের আমিনা ফিলিং স্টেশনে পেট্রল নিতে আসা হায়দার আলী বলেন, ‘দুদিন পাম্পে ঘুরেও তেল পাইনি। তেল না থাকায় পরিবার-পরিজন নিয়ে আত্মীয়ের বাড়িতে যাওয়া হয়নি।’
মিথুন রায় নামে এক ব্যবসায়ী বলেন, ‘মোটরসাইকেলটি হলো আমার ব্যবসার হাতিয়ার। শুক্র ও শনিবার তেল না পেয়ে মোটরসাইকেল বন্ধ রয়েছে। ফলে কোনো ব্যবসা করতে পারিনি। এভাবে চলতে থাকলে পরিবার নিয়ে পথে বসতে হবে।’
আফসোস করে রিপন নামে এক কলেজছাত্র বলেন, ‘পেট্রল না পেয়ে আমাদের ঈদটাই মাটি হয়ে গেছে।’
ডোমার ফিলিং স্টেশনের মালিক ফরহাদ হোসেন বলেন, ১৫ দিন থেকে আমরা চাহিদা মতো তেল পাচ্ছি না। পার্বতীপুর ও বাঘাবাড়িসহ যেসব ডিপো থেকে আমরা তেল নেই তারা সরবরাহ করতে না পারায় এ সংকট দেখা দিয়েছে। খুলনা থেকে অর্ধেক গাড়ি তেল আনতে পেরেছি। গাড়ির ভাড়া বেশি হওয়ায় ঈদের কয়েকদিন লোকসান হলেও তেল বিক্রি করতে হয়েছে।
রোববার ডিপোগুলো থেকে তেল সরবরাহ হলে পরিস্থিতি স্বাভাবিক হতে পারে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এসজে/জেআইএম