দেশজুড়ে

পাবনায় অভিযানে সোয়া লাখ লিটার ভোজ্যতেল জব্দ, জরিমানা পৌনে ৭ লাখ

পাবনা সদর, বেড়া, সুজানগর ও সাঁথিয়া উপজেলার বিভিন্ন বাজারের কয়েকজন ব্যবসায়ীর গুদামে অভিযান চালিয়ে এক লাখ ২১ হাজার লিটার ভোজ্যতেল জব্দ করেছে পুলিশ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ সময় পাঁচ ব্যবসায়িকে ৬ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ তেলের কিছু তাৎক্ষণিকভাবে স্থানীয়দের মাঝে বিক্রি ও বাকি অংশ আগামী তিনদিনের মধ্যে নির্ধারিত মূল্যে বিক্রির নির্দেশনা দেওয়া হয়।

বুধবার (১১ মে) বিকেল থেকে রাত সাড়ে ৮টা পর্যন্ত বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সবুর আলী, সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনার সহকারী পরিচালক জতিরুল ইসলাম, আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী ও পাবনা ডিবি পুলিশ অভিযান চালায়।

কাশীনাথপুর বাজারের ব্যবসায়ী সুনিল সাহার গুদামে ২৫ হাজার লিটার ও ব্যাংক সুনিলের গুদামে ২০ হাজার লিটার সয়াবিন ও পাম ওয়েল এবং মীর আবুল খায়েরের গুদামে অভিযান চালিয়ে ৩০ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়। এ সময় ওই তিন ব্যবসায়ীকে জরিমানা করা হয়। বেড়া ইউএনও সবুর আলী সুনিল সাহাকে ২ লাখ টাকা ও ব্যাংক সুনিলকে দেড় লাখ টাকা জরিমানা করেন।

এদিকে সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মনিরুজ্জামান ব্যবসায়ী মীর আবুল খায়েকে ৭০ হাজার টাকা জরিমানা করেন।

বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সবুর আলী বলেন, ব্যবসায়ীরা তাদের দোষ স্বীকার করেছেন। স্থানীয় জনপ্রতিনিধি ও আমিনপুর থানার ওসির উপস্থিতিতে আগামী দুইদিনে সরকার নির্ধারিত মূল্যে জব্দ তেল বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

সাঁথিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মনিরুজ্জামান জানান, ব্যবসায়ী মীর আবুল খায়েকে ৭০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জব্দ ৩০ হাজার লিটার সয়াবিন তেল জনপ্রতিনিধি ও আমিনপুর থানার ওসির উপস্থিতিতে ১৮৫ টাকা লিটার দরে আগামী তিনদিনের মধ্যে বিক্রির নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে পাবনা সদর উপজেলার পৌর সদরের বড় বাজারের উত্তম কুমার কুন্ডুর একটি গোডাউনে অভিযান চালিয়ে ৪৩ হাজার লিটার তেল জব্দ করা হয়। এ সময় গোডাউনের মালিক উত্তম কুমারকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়। জেলা গোয়েন্দা পুলিশের ওসি আতাউর রহমান খোন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন।

অন্যদিকে পাবনার সুজানগরে এক ব্যবসায়ীর বাসাবাড়ি ও গোডাউন থেকে অবৈধভাবে মজুত করে রাখা ৩ হাজার ১৩৭ লিটার সয়াবিন তেল উদ্ধার এবং এক লাখ টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আভিযানিক দল। বুধবার দুপুর ১২টার দিকে সুজানগর পৌর বাজারের নন্দিতা সিনেমা হল রোডের ঘোষ স্টোরের মালিক শ্রী দুলাল ঘোষের বাসাবাড়ি ও গোডাউন থেকে এ তেল উদ্ধার ও জরিমানা করা হয়।

জব্দ তেল বোতলের গায়ে লেখা পুরোনো মূল্যে স্থানীয় জনতার কাছে বিক্রি করে দেওয়া হয়। বৃষ্টি উপেক্ষা করে দীর্ঘ লাইন ধরে তারা এ তেল কেনেন।

পাবনা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক জহিরুল ইসলাম জানান, বাজারে সয়াবিন তেলের সরবরাহ কম দেখিয়ে তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করা এবং অবৈধভাবে মজুত করার অপরাধে ব্যবসায়ী শ্রী দুলাল ঘোষকে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আমিন ইসলাম জুয়েল/এসআর