সুনামগঞ্জের শান্তিগঞ্জে বজ্রপাতে আব্দুস সুবহান (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছেন আরও দুজন।
শুক্রবার (১৩ মে) উপজেলার পূর্ব পাগলা ইউনিয়নের কাড়ারাই গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, বাড়ির পাশের মাঠে কাজ করছিলেন কাড়ারাই গ্রামের রফিক আলী, তার ছেলে রিপন আহমদ ও ভগ্নিপতি আব্দুস সুবহান। বিকেলে বৃষ্টির সঙ্গে বজ্রপাতে তারা আহত হন। পরে স্বজনরা তাদের উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজে নিয়ে কর্তব্যরত চিকিৎসক আব্দুস সুবহানকে মৃত ঘোষণা করেন।
শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খালেদ চৌধুরী বলেন, মরদেহ দাফনের জন্য স্বজনদের অনুমতি দেওয়া হয়েছে।
আরএইচ/জেআইএম