মাগুরা জেলা আওয়ামী লীগের সভাপতি আ ফ ম আব্দুল ফাত্তাহ্ ও সাধারণ সম্পাদক পঙ্কজ কুণ্ডু নির্বাচিত হয়েছেন। শনিবার (১৪ মে) জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনের দ্বিতীয় অধিবেশনে তাদের নাম ঘোষণা করা হয়।
এর আগে আ ফ ম ফাত্তাহ জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডু সাধারণ সম্পাদক ছিলেন।
শহরের ঐতিহাসিক নোমানী ময়দানে অনুষ্ঠিত সম্মেলন ভার্চুয়ালি উদ্বোধন করেন দলের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফরুল্লাহ।
এছাড়াও আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম-সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দীন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, এসএম কামাল হোসেন, প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে ২০১৫ সালের ৮ মার্চ জেলা আওয়ামী লীগের সম্মেলন অনুষ্ঠিত হয়। সে সময় জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক প্রফেসর ডা. এম এস আকবর এমপিকে সভাপতি ও পঙ্কজ কুমার কুণ্ডুকে সাধারণ সম্পাদক মনোনীত করা হয়। পরদিন প্রফেসর ডা. এম এস আকবর মৃত্যুবরণ করেন। পরে বীর মুক্তিযোদ্ধা তানজেল হোসেন খানকে সভাপতি করা হয়। ২০২০ সালের ২০ জানুয়ারি তিনিও মারা গেলে পদটি শূন্য হয়।
আরএইচ/এএসএম