দেশজুড়ে

ব্রাহ্মণবাড়িয়ায় সয়াবিন তেল মজুতের অভিযোগে ৩ ব্যবসায়ীর জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে বেশি দামে সয়াবিন তেল বিক্রি ও মজুতের অভিযোগে তিন ব্যবসায়ীকে ৪৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

শনিবার (১৪ মে) বিকেলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোশাররফ হোসেন এ আদেশ দেন। এ সময় পাঁচ হাজার লিটার সয়াবিন তেল জব্দ করা হয়।

আদালত সূত্র জানায়, বিকেলে পৌর এলাকার বিভিন্ন দোকানে অভিযান চালানো হয়। আক্তারের দোকানে চার হাজার লিটার, তাপসের দোকানে ৫০০ লিটার ও দুলালের দোকানে ৫০০ লিটার সয়াবিন তেল মজুদ পাওয়া যায়। এ অভিযোগে আক্তারকে ২৫ হাজার টাকা, তাপসকে ১০ হাজার ও দুলালকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে উদ্ধার হওয়া তেল আগের দামে বিক্রি করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক মোশাররফ হোসেন বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আবুল হাসনাত মো. রাফি/আরএইচ/জেআইএম