দেশজুড়ে

মাদারীপুরে দেশীয় অস্ত্রসহ দুই যুবক আটক

মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটকরা হলেন- উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের হাচেন সর্দারের ছেলে হৃদয় সর্দার (১৮) ও একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ (১৮)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হৃদয় ও হিজবুল্লাহকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।

একে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস