মাদারীপুরের ডাসারে দেশীয় অস্ত্রসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। রোববার (১৫ মে) দুপুরে উপজেলার কাজীবাকাই এলাকার বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- উপজেলার বালিগ্রাম ইউনিয়নের দক্ষিণ ধূয়াসার গ্রামের হাচেন সর্দারের ছেলে হৃদয় সর্দার (১৮) ও একই গ্রামের ফজলুল আকনের ছেলে হিজবুল্লাহ (১৮)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালায় পুলিশ। এসময় বীর মোহন উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হৃদয় ও হিজবুল্লাহকে আটক করে তল্লাশি চালালে তাদের কাছ থেকে দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
এ বিষয়ে ডাসার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাসানুজ্জামান বলেন, অস্ত্র আইনে মামলা দিয়ে তাদের থানায় হস্তান্তর করা হয়েছে।
একে এম নাসিরুল হক/আরএইচ/জিকেএস