বগুড়ার ধুনটে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে শিশুকে শ্লীলতাহানির ঘটনায় গেদা আকন্দ (৩৪) নামের বখাটে যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (১৬ মে) ভোর ৫টার দিকে উপজেলার পারধূনট গ্রামের আত্মীয়র বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। গেদা আকন্দ উপজেলার চালাপাড়া গ্রামের ওসমান গনির ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মাদরাসা থেকে ছুটি নিয়ে বাড়িতে বিয়ের অনুষ্ঠানে আসে ওই শিশু। ১৪ মে বেলা ১১টার দিকে পরিবারের সদস্যদের অগোচরে মেয়েটিকে আম খাওয়ানোর প্রলোভন দেখিয়ে নিজের ঘরের পেছনে নিয়ে যান গেদা আকন্দ। এরপর তার শ্লীলতাহানি করলে মেয়েটির চিৎকারে গেদা আকন্দ কৌশলে পালিয়ে যান।
ওই দিনই শিশুর বাবা গেদা আকন্দের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেন। ঘটনার সত্যতা পাওয়ায় রোববার রাতে অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার সত্যতা স্বীকার করেছে গেদা আকন্দ। সোমবার দুপুরের তাকে কারাগারে পাঠানো হয়েছে।
আরএইচ/জিকেএস