খেলাধুলা

বাঁচা-মরার লড়াইয়ে টস জিতে দিল্লিকে ব্যাট করতে পাঠালো পাঞ্জাব

হারলেই বিদায় প্রায় নিশ্চিত হয়ে যাবে, জিতলে টিকে থাকবে সম্ভাবনা। এমন সমীকরণ নিয়ে পরস্পরের মুখোমুখি হয়েছে দিল্লি ক্যাপিটালস এবং পাঞ্জাব কিংস। মুম্বাইর ডিওয়াই পাতিল স্টেডিয়ামে গুরুত্বপূর্ণ এই ম্যাচে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন পাঞ্জাব কিংসের অধিনায়ক মায়াঙ্ক আগরওয়া এবং ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্তকে।

দুই দলই খেলেছে ১২টি করে ম্যাচ। দু’দলেরই অর্জন ১২টি করে পয়েন্ট। দিল্লি ক্যাপিটালস ১২ পয়েন্ট নিয়ে রয়েছে পাঁচ নম্বরে। আর পাঞ্জাব কিংস একই পয়েন্ট নিয়ে রয়েছে সপ্তম নাম্বারে।

যে দলই আজ জিতুক, তারা চলে যাবে চতুর্থ স্থানে। কারণ, পাঞ্জাব এবং দিল্লি- দুই দলেরেই রানরেট ভালো। প্লাস। অন্যদিকে ১৪ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে থাকা ব্যাঙ্গালুরুর রানরেট নেগেটিভ তথা মাইনাস।

আজকের এই ম্যাচেও দিল্লি ক্যাপিটালস একাদশে রাখেনি মোস্তাফিজুর রহমানকে। প্রোটিয়া পেনার অ্যানরিখ নরকিয়ার ওপরই আস্থা রেখেছে তারা।

দিল্লি ক্যাপিটালসডেভিড ওয়ার্নার, সরফরাজ খান, মিচেল মার্শ, রিশাভ পান্ত, রোভম্যান পাওয়েল, ললিত যাদব, অক্ষর প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদিপ যাদব, অ্যানরিখ নরকিয়া, খলিল আহমেদ।

পাঞ্জাব কিংসশিখর ধাওয়ান, জনি বেয়ারেস্ট, ভানুকা রাজাপাকশে, লিয়াম লিভিংস্টোন, মায়াঙ্ক আগরওয়াল, জিতেশ শর্মা, রিশি ধাওযান, হারপ্রিত ব্রার, কাগিসো রাবাদা, রাহুল চাহার এবং আর্শদিপ সিং।

আইএইচএস/