মিসরের কায়রোর একটি উপশহরে মঙ্গলবার ৮তলা ভবন ধসে অন্তত ১৩ জন নিহত হয়েছে।মিসরের পুলিশ জানিয়েছে, মঙ্গলবার সকালে মাতারিয়ায় ঘটা ওই ঘটনায় আরও ৮জন আহত ও বেশ কয়েকজন আটকা পড়েছে। আটকেপড়াদের উদ্ধারে অভিযান চালাচ্ছে উদ্ধারকর্মীরা।কর্তৃপক্ষ জানিয়েছে, পুরাতন একটি ভবনে অনুমোদন ছাড়াই অতিরিক্ত তলা নির্মাণ করতে গেলে এ দুর্ঘটনা ঘটে। দেশটির অপেক্ষাকৃত দরিদ্র ও গ্রামাঞ্চলে প্রায়ই ভবন ধসের ঘটনা ঘটে থাকে। - আলজাজিরা