কিশোরগঞ্জের কুলিয়ারচর বাজারে জুতা কেনাকে কেন্দ্র করে দুই পক্ষে সংঘর্ষ হয়েছে। এতে পুলিশসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় বেশকিছু দোকানপাট ও বাস ভাঙচুর করা হয়। রোববার (২৯ মে) রাতে ও সোমবার (৩০ মে) সকালে দুই দফায় এ সংঘর্ষ হয়।
আবুবকর (৪০) ও সিরাজ মিয়া (৫০) নামের গুরুতর আহত দুজনকে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার (২৮ মে) কুলিয়ারচর মাদরাসা মার্কেটে রবিন নামের এক কিশোর জুতা কিনতে যায়। এ সময় দোকানের কর্মচারী মনিরের সঙ্গে তার কথা-কাটাকাটি হয়। এ নিয়ে দুই পক্ষের লোকজন রোববার রাতে দেশীয় অস্ত্র দা, বল্লম, লাঠি নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ ঘটনাকে কেন্দ্র করে সোমবার উভয় পক্ষ কুলিয়ারচর বাজারে মহড়া দিয়ে ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ সময় ৮-১০টি দোকান ও কয়েকটি বাস ভাঙচুর করা হয়। সংঘর্ষ থামাতে গিয়ে দুই পুলিশসহ অন্তত ১০ জন আহত হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুলিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে।
এসআর/এএসএম