নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ক্যারা মার্কেট এলাকার একটি বাসায় মো. কাওছার (১৮) নামের এক কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৩০মে) সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত কাওসারের বড় ভাই নীরব বলেন, আমার ভাইয়ের বয়স কম থাকায় তাকে কোনো গার্মেন্টস চাকরি দেয় না। চাকরি না হওয়ায় নির্মাণ শ্রমিকের সহকারী হিসেবে কাজ করতো। আজ আমরা বাসায় কেউ না থাকায় সকালের দিকে গোসলখানার ঝর্ণার সঙ্গে গামছা দিয়ে সে ফাঁস দেয়। পরে দরজা ভেঙে তাকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তিনি বলেন, বেশ কিছুদিন আগে সে পানিতে পড়ে মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর থেকেই তার মানসিক সমস্যা। এ সমস্যার কারণেই মাঝেমধ্যে বাসা থেকে বের হয়ে যেতো। আজ বাসায় একা থাকার কারণেই আমার ভাই এ ঘটনা ঘটিয়েছে বলে আমাদের ধারণা।
তিনি জানান, তাদের গ্রামের বাড়ি নেত্রকোনার বারহাট্টা থানার অজিতপুরে। বাবার নাম মো. কেনু মিয়া। সিদ্ধিরগঞ্জের ক্যারা মার্কেট এলাকার একটি বাসায় তাদের সঙ্গে থাকতো তার ভাই।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
বিএ/এমএস