দেশজুড়ে

মাদক কারবারিদের হামলায় আহত ৩ পুলিশ

চাঁদপুরের হাইমচরে মাদকবিরোধী অভিযানকালে মাদক কারবারিদের হামলায় ৩ পুলিশ সদস্য আহত হয়েছেন। এ সময় ২২ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। সোমবার (৩০ মে) দিবাগত রাত ৯টায় উপজেলার উত্তর আলগী ইউনিয়নের উত্তর আলগী গ্রামে এই হামলার ঘটনা ঘটে।

আটকরা হলেন- একই গ্রামের নুরু পাটোয়ারীর ছেলে মনির পাটোয়ারী (৩৫) ও শরীয়তপুর সদর উপজেলার আটিপাড়া গ্রামের আবদুর রহমান খানের ছেলে রাজিব খান মিথুন।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে রাতে আলগী গ্রামে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে থানা পুলিশ। এ সময় ঘটনাস্থলে গেলে কয়েকজন মাদক কারবারি পুলিশের উপস্থিতি টের পেয়ে অতর্কিত হামলা চালায়। এতে পুলিশের তিন সদস্য (কনস্টেবল) আহত হন।

এ সময় হামলাকারী দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ। পরে তাদেরকে থানায় নিয়ে আসা হয় এবং আহত পুলিশ সদস্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।

এ বিষয়ে হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আশরাফ উদ্দিন বলেন, এ ঘটনায় ২২ পিস ইয়াবাসহ দু’জনকে আটক করেছে থানা পুলিশ। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

নজরুল ইসলাম আতিক/এফএ/জিকেএস