দেশজুড়ে

টাঙ্গাইলে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিল

প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি এবং বিএনপি নেতাকর্মীদের দেশব্যাপী নৈরাজ্য ও ষড়যন্ত্রের প্রতিবাদে টাঙ্গাইলে ঝাড়ু মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৩১ মে) দুপুরে জেলা মহিলা আওয়ামী লীগের উদ্যোগে টাঙ্গাইল শহরে এ প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।

জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে থেকে মহিলা আওয়ামী লীগের ঝাড়ু মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

মিছিল শেষে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি নাছিমা বাছিতের সভাপতিত্বে সংক্ষিপ্ত প্রতিবাদ সভা হয়। এতে বক্তব্য দেন- জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেরদৌসী আক্তার রুনু, সাবেক সহ-সভাপতি শাহনাজ খান নার্গিস, শহর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক লাভলী তালুকদার প্রমুখ।

এ বিষয়ে ফেরদৌসী আক্তার রুনু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে কটূক্তি ও বিএনপি নেতাকর্মীদের মিথ্যাচার, নৈরাজ্য আর ষড়যন্ত্রের প্রতিবাদে এই কর্মসূচি পালন করা হয়েছে।

সভায় জেলা ও শহর মহিলা আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরিফ উর রহমান টগর/এমআরআর/এএসএম