মানুষ ইতিহাস আশ্রিত। অতীত হাতড়েই মানুষ এগোয় ভবিষ্যৎ পানে। ইতিহাস আমাদের আধেয়। জীবনের পথপরিক্রমার অর্জন-বিসর্জন, জয়-পরাজয়, আবিষ্কার-উদ্ভাবন, রাজনীতি-অর্থনীতি-সমাজনীতি একসময় রূপ নেয় ইতিহাসে। সেই ইতিহাসের উল্লেখযোগ্য ঘটনা স্মরণ করাতেই জাগো নিউজের বিশেষ আয়োজন আজকের এই দিনে।
৩ জুন ২০২২, শুক্রবার। ২০ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
ঘটনা১৭৮৯- ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাংলায় লবণ উৎপাদন নিষিদ্ধ করে।১৯১৫- ব্রিটিশ সরকার রবীন্দ্রনাথকে ‘নাইট’ উপাধিতে ভূষিত করে।১৯৪৯- আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়।১৯৬৯- ভাষা বিজ্ঞানী অধ্যাপক মুহম্মদ আবদুল হাই ট্রেন দুর্ঘটনায় নিহত হন।
জন্ম১৮৯১- ভারতীয় বাঙালি বিপ্লবী ও কমিউনিস্ট নেতা অবনীনাথ মুখোপাধ্যায়। ১৯০৬- আমেরিকান বংশদ্ভুত ফ্রেন্স নৃত্যশিল্পী, সংগীত শিল্পী ও অভিনেত্রী জোসেফিন বেকার।১৯১৯- প্রখ্যাত ভারতীয় বাঙালি চলচ্চিত্রাভিনেত্রী ছায়া দেবী(চট্টোপাধ্যায়)। ১৯২০- বাংলা সাহিত্যের ইতিহাসকার, বিশিষ্ট অধ্যাপক, গবেষক ও পশ্চিমবঙ্গ বাংলা আকাদেমি’র ভূতপূর্ব সভাপতি অসিতকুমার বন্দ্যোপাধ্যায়।
মৃত্যু১৯০৮- বাঙালি, ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী গোপাল সেনগুপ্ত।১৯২৪- জার্মান ও চেক উপন্যাস ও ছোটগল্প লেখক ফ্রানৎস কাফকা।১৯৬১- বিশিষ্ট ভারতীয় বাঙালি কৃষিবিজ্ঞানী,শিক্ষাবিদ ও লেখক কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর। কলকাতার জোড়াসাঁকোর ঠাকুরবাড়িতে জন্ম তার। তিনি রবীন্দ্রনাথ ঠাকুর ও মৃণালিনী দেবীর জ্যেষ্ঠ পুত্র। কারুশিল্প, উদ্যানরচনা ও উদ্ভিদের উৎকর্ষবিধানে তার বিশেষ দক্ষতা ছিলেন। শেষজীবনে চিত্রাঙ্কণও করেছেন। তিনি ছিলেন বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য। তার রচিত গ্রন্থগুলো হলো- প্রাণতত্ত্ব (১৩৪৮ বঙ্গাব্দ), অভিব্যক্তি (১৩৫২ বঙ্গাব্দ)। অশ্বঘোষ রচিত বুদ্ধচরিত গ্রন্থের বঙ্গানুবাদ, অন দি এজেস অফ টাইম (১৯৫৮)। পিতা রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে লেখেন পিতৃস্মৃতি।
২০১৬- মার্কিন বক্সার মোহাম্মদ আলী। ১৯৪২ সালের ১৭ জানুয়ারি মার্কিন যুক্তরাষ্ট্রের লুইভিলা, কেন্টাকিতে জন্মগ্রহণ করেন। ছোটবেলায় তার নাম ছিল ক্যাসিয়াস মার্সেলাস ক্লে জুনিয়র। মাত্র ১২ বছর বয়স থেকে তিনি বক্সিং প্রশিক্ষণ শুরু করেন। ১৯৬৪ খ্রিষ্টাব্দে ২২ বছর বয়সে তিনি সনি লিস্টনকে পরাজিত করে বিশ্ব হেভিওয়েট চ্যাম্পিয়নশিপ জিতে নেন। স্পোর্টস ইলাস্ট্রেটেড তাকে শতাব্দীর সেরা খেলোয়াড় ও বিবিসি তাকে শতাব্দীর সেরা ক্রীড়াব্যক্তিত্ব হিসেবে সম্মানিত করে। তিনি নেশন অব ইসলামে যোগদান করে তার নাম পরিবর্তন করেন। ১৯৭৫ খ্রিষ্টাব্দে তিনি সুন্নি ইসলামে ধর্মান্তরিত হন। শ্বাসনালির সংক্রমণে অ্যারিজোনায় তিনি মারা যান।
দিবসবিশ্ব সাইকেল দিবস।
কেএসকে/জিকেএস