পানি নিষ্কাশনের সুষ্ঠু ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা দেখা দেয় পঞ্চাশী রেজাউল হক কাবেরিয়া দাখিল মাদরাসা মাঠে। ফলে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়া যায় না। নিয়মিত খেলাধুলাও করতে পারে না শিক্ষার্থীরা।
সমস্যা সমাধানে দীর্ঘদিন ধরেই মাঠটিতে মাটি ভরাট করে উঁচু করার দাবি জানিয়ে আসছেন শিক্ষক ও শিক্ষার্থীরা। কিন্তু কাজের কাজ কিছুই না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা।
রোববার (৫ জুন) সকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার আওনা ইউনিয়নে পঞ্চালী গ্রামে গিয়ে এমন দৃশ্য দেখা যায়। বৃষ্টিতে মাঠে হাঁটুপানি জমে আছে। এ পানি ডিঙিয়েই ছেলে-মেয়েরা ক্লাসে ঢুকছে।
বিদ্যালয় সূত্র জানায়, ১৯৮৭ সালে এক একর ১২ শতাংশ জায়গা নিয়ে বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। একটি পুরাতন ভবনসহ মোট দুইটি ভবন রয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে শিক্ষার্থীর সংখ্যা সাড়ে তিনশ’। শিক্ষক রয়েছেন ১৩ জন। দুইজন কর্মচারীও রয়েছেন।
বিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রতি বছরই সমাপনী পরীক্ষায় ভালো ফলাফল করে থাকে। পিছিয়ে নেই খেলাধুলায়ও।
দশম শ্রেণির শিক্ষার্থী রুকন, মীম ও নাদীমসহ অনেকে জানায়, এটি এ এলাকার একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। কিন্তু সামান্য বৃষ্টিতে বিদ্যালয়ের মাঠে জলাবদ্ধতা তৈরি হয়ে নানা সমস্যা সৃষ্টি হয়। সংশ্লিষ্ট কর্মকর্তাদের বার বার জানিয়েও কোনো সুরাহা হচ্ছে না। তাই দ্রুতই জলাবদ্ধতা নিরসনে সুদৃষ্টি কামনা করে তারা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক এমএ মান্নান দুঃখ প্রকাশ করে জাগো নিউজকে বলেন, সামান্য বৃষ্টি হলেই মাঠসহ আশপাশের এলাকা পানিতে তলিয়ে যায়। ফলে এক ভবন থেকে অন্য ভবনে যাওয়া যায় না। জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলা করতে পারে না। অথচ জনপ্রতিনিধিরা কেউ এ বিদ্যালয়ের খোঁজ খবর নেন না।
উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান জাগো নিউজকে বলেন, বিষয়টি তার জানা নেই। সমস্যা সমাধানে দ্রুতই তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে কথা বলবেন।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোজাম্মেল হক জাগো নিউজকে বলেন, বিষয়টি জানার পর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছি। কবে নাগাদ এটি সমাধান হবে তা জানা নেই।
নাসিম উদ্দিন/এফএ/জেআইএম