চাঁদপুরের হাজীগঞ্জে মোটরসাইকেলের চাকায় বোরকা পেঁচিয়ে সাথী আক্তার (৩০) নামে এক প্রবাসীর স্ত্রী নিহত হয়েছেন।
সোমবার (৬ জুন) সকালে হাজীগঞ্জ উপজেলার গন্ধর্ব্যপুর উত্তর ইউনিয়নের তারালীয়া-কাঁকৈরতলা সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত সাথী আক্তার ওই ইউনিয়নের মালীগাঁও গ্রামের প্রবাসী আলমগীর হোসেনের স্ত্রী।
নিহতের পারিবারিক সূত্রে জানা গেছে, ব্যাংক থেকে টাকা তোলার জন্য নিকটাত্মীয় পারভেজের মোটরসাইকেলে বাড়ি থেকে শাহরাস্তি উপজেলার ওয়ারুক বাজারে রওয়ানা দেন সাথী। পথে তারালীয়া-কাঁকৈরতলা সড়কে মোটরসাইকেলের পেছনের চাকায় বোরকা পেঁচিয়ে রাস্তায় পড়ে যান তিনি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
হাজীগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) ইব্রাহিম খলিল দুর্ঘটনায় ওই নারীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
নজরুল ইসলাম আতিক/এমআরআর/এএসএম