দেশজুড়ে

পরিবার পরিকল্পনা অফিসের চুরি হওয়া মালামালসহ গ্রেফতার যুবক

বরগুনার আমতলীতে পরিবার পরিকল্পনা কার্যালয়ের চুরি হওয়া মালামালসহ সাগর (৩৫) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার (১১ জুন) দুপুরে আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

খোঁজ নিয়ে জানা যায়, আমতলী উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে ৯ জুন রাতে একটি চুরির ঘটনা ঘটে। এ সময় অফিসের গেটের তালা ভেঙে রক্ষিত তিনটি কম্পিউটার, একটি ল্যাপটপ, একটি ট্যাব, একটি গ্যাস সিলিন্ডার ও আলমারিতে রাখা নগদ ১ লাখ ২৯ হাজার টাকা নিয়ে যায় সংঘবদ্ধ।

খবর পেয়ে শুক্রবার রাতে সাগর হোসেনের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় তার বাসা থেকে পাঁচটি মনিটর, চারটি সিপিইউ, একটি ট্যাব, একটি গ্যাস সিলিন্ডার ও নগদ ২৩ হাজার ৯৫০ টাকা উদ্ধার করে পুলিশ। একই সঙ্গে সাগরকে আটক করা হয়।

এ ঘটনায় উপজেলা পরিবার পরিকল্পনা অফিসের সহকারী বিথি বেগম বাদী হয়ে সাগর (৩৫) ও মুসা (৩৭) এবং অজ্ঞাত আরও চার-পাঁচজনের নামে আমতলী থানায় মামলা করেছেন। আমতলী থানার পরিদর্শক (তদন্ত) রনজিৎ সরকার জাগো নিউজকে বলেন, ‘আটক ব্যক্তিকে গ্রেফতার দেখিয়ে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে বরগুনা জেল হাজতে পাঠানো হয়েছে।

এসজে/এএসএম