বান্দরবানে ক্যসিং মারমা (২২) নামে এক তরুণের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জুন) দুপুরে বান্দরবান সদর ইউনিয়নের ৩নং ওয়ার্ডের লম্বাঘোনা পাড়া থেকে মরদেহটি উদ্ধার করা হয়। মৃত ক্যাসিং মারমা লম্বাঘোনা পাড়ার লুসাই মারমার ছেলে।
নিহতের পরিবার জানায়, ক্যসিং দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছিলেন। এ কারণে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্য করেছে।
বান্দরবান সদর ইউপির চেয়ারম্যান অংসাহ্লা মারমা জানান, ক্যসিং মারমা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন বলে শুনেছি। সকালে নিজ ঘরের সিলিং ফ্যানের সঙ্গে রশি দিয়ে আত্মহত্যা করেছে বলে এলাকাবাসী জানিয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম জাগো নিউজকে জানান, মরদেহ ময়না তদন্তের জন্য বান্দরবান সদর হাসপাতালে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান আছে।
বান্দরবান সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ইকবাল হোসাইন জানান, বিকেলে ময়নাতদন্তের জন্য সদর থানা পুলিশ এক যুবকের মরদেহ হাসপাতালে এনেছে।
নয়ন চক্রবর্তী/এএইচ/এএসএম