জোকস

শরৎচন্দ্র পণ্ডিতের মজার ঘটনা: মৃত্যুশয্যায়

বাংলা সাহিত্যের এক রসিক লেখক দাদাঠাকুর শরৎচন্দ্র। হাস্যরস ছিল তার জীবনজয়ের মন্ত্র। অসম্ভব চরিত্রের দৃঢ়তা, অনমনীয় মানসিক শক্তি, কঠোর কর্তব্যপরায়নতা। দাদাঠাকুর ছিলেন স্বভাব কবি এবং তীক্ষ্ণধী, সমাজ সচেতন লেখক। তবে দাদাঠাকুর সেসময় সবার কাছে বেশ জনপ্রিয় ছিলেন তার রসবোধের জন্য।

তখন দাদাঠাকুর শরৎচন্দ্ৰ পণ্ডিত মৃত্যুশয্যায়। মৃত্যুশয্যায় শুয়েও তিনি স্বাভাবসুলভ রসিকতা করতে ছাড়েননি। তার চিকিৎসা করতেন পারিবারিক চিকিৎসক ডা. মণি চট্টোপাধ্যায়। ডাক্তারবাবুকে আসতে দেখে একজন বললেন, দাদাঠাকুর, মণি ডাক্তার এসেছেন।

উত্তরে দাদাঠাকুর মজা করে বললেন, নো মোর মণি নিডেড।

এ কথা শুনে মণি ডাক্তার হেসে ফেলে বললেন, দাদাঠাকুর, কই জিভটা একবার দেখান।

লেখা: সংগৃহীতছবি: সংগৃহীত

প্রিয় পাঠক, আপনিও অংশ নিতে পারেন আমাদের এ আয়োজনে। আপনার মজার (রম্য) গল্পটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়। লেখা মনোনীত হলেই যে কোনো শুক্রবার প্রকাশিত হবে।

কেএসকে/এএসএম