যুবাদের সবচেয়ে বড় আসর অনূর্ধ্ব-১৯ ক্রিকেট বিশ্বকাপের পর্দা উঠছে আগামী ২৭ জানুয়ারি থেকে। এ আসরকে লক্ষ্য রেখে ইতোমধ্যেই দেশের চারটি শহরের সাতটি ভেন্যুর টিকেটের মূল্য তালিকা প্রকাশ করেছে ক্রিকেট বোর্ড। কিন্তু কক্সবাজারের শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টিকেট মূল্য এবং প্রাপ্তিস্থান উল্লেখ করা হয়নি। নবনির্মিত এ স্টেডিয়ামে এবার কোনো দর্শক খেলা দেখতে পারবে না। ১৬০০ আসনের সবগুলো টিকেটই দেওয়া হয়েছে স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিকভাবে ক্ষমতাধরদের। আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি) বিষয়টি নিশ্চিত করেছে।বাংলাদেশের যুবারা গ্রুপ পর্বের তিনটি ম্যাচের দুটি এ স্টেডিয়ামে খেলবে। আগামী ৩১ জানুয়ারি এই স্টেডিয়ামে স্কটল্যান্ড এবং ৩ ফেব্রুয়ারি নামিবিয়াকে এ মাঠেই মোকাবেলা করবে মিরাজরা।আরটি/এএইচ/আরআইপি