অষ্টম ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নরসিংদী জেলার মনোহরদী উপজেলায় তিনটি ইউনিয়নেই আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের পরাজয় হয়েছে। সবকটিতে স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
বুধবার (১৫ জুন) রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবুল কালাম আজাদ এ নির্বাচনের ফল ঘোষণা করেন।
তিনি জানান, ফলাফলে কৃষ্ণপুর ইউনিয়নে ৫ হাজার ১৪১ ভোট পেয়ে বেসরকারিভাবে বিজয়ী হয়েছেন আনারস প্রতীকের প্রার্থী মাহবুবুর রহমান দুলাল। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী এমদাদুল হক আকন্দ নৌকা প্রতীকে পেয়েছেন ৩ হাজার ৪১১ ভোট।
খিদিরপুর ইউনিয়নে অটোরিকশা প্রতীকে কাউসার রশিদ বিপ্লব পেয়েছেন ২ হাজার ৯৮৩ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মো. আনোয়ারুজ্জামান টেলিফোন প্রতীকে পেয়েছেন ২ হাজার ৩৪৫ ভোট।
চরমান্দালিয়া ইউনিয়নে আনারস প্রতীকের প্রার্থী আনিছ উদ্দিন শাহিন ৩ হাজার ৮১ পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল কাদির নৌকা প্রতীকে পেয়েছেন ২ হাজার ৫০০ ভোট।
বুধবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
সঞ্জিত সাহা/এমআরআর/জিকেএস