ভোলার দৌলতখান ও লালমোহন উপজেলায় চারটি ইউনিয়ন পরিষদে (ইউপি) চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থীরা।
বুধবার (১৫ জুন) রাত সাড়ে ১০টার দিকে ভোলা জেলা নির্বাচন কর্মকর্তা সৈয়দ শফিকুল হক জাগো নিউজকে তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, দৌলতখান উপজেলার হাজীপুর ইউনিয়নের মো. হামিদুর রহমান টিপু (নৌকা) প্রতীকে পেয়েছেন ১ হাজার ৬৬১ ভোট ও সৈয়দপুর ইউনিয়নে আব্দুল মালেক মাস্টার (নৌকা) প্রতীক পেয়েছেন ৪ হাজার ২৪২ ভোট।
অন্যদিকে লালমোহন উপজেলার কালমা ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মো. আক্তার হোসেন ১৪ হাজার ২২৮ ভোট ও রমাগঞ্জ ইউনিয়নে গোলাম মোস্তফা (নৌকা) প্রতীকের প্রার্থী ৮ হাজার ২৭৫ ভোট পেয়ে বিজয়ী হন।
জুয়েল সাহা বিকাশ/জেডএইচ/