পুরুষদের বর্ষসেরা অ্যাথলিটের খেতাব জিতে নিলেন সাঁতারের দুনিয়ার মহাতারকা মাইকেল ফেলপস। মদ্যপ অবস্থায় গাড়ি চালিয়ে ছ’মাস সবধরনের প্রতিযোগিতা থেকে নির্বাসিত ছিলেন তিনি। কিন্তু নির্বাসন থেকে ফিরেই ‘গোল্ডেন গগল’ অ্যাওয়ার্ড জিতে নিতে সফল ফেলপস।তবে অ্যাওয়ার্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না তিনি। ফেলপেসের হয়ে পুরস্কার নেন তার ঘনিষ্ঠ বন্ধু কিনান রবিনসন। ১৮টি অলিম্পিক সোনাজয়ী ফেল্পস গত অক্টোবরের পর থেকেই অনুশীলন করেননি। এদিন অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও তিনি উপস্থিত না থাকায় অবাকই হয়েছেন তার ফ্যানরা।