দেশজুড়ে

তালতলীর সব ইউনিয়নে নৌকার প্রার্থীর জয়

বরগুনার তালতলী উপজেলার পাঁচ ইউনিয়নে সবকটিতে নৌকার প্রার্থী বিজয়ী হয়েছেন। বুধবার (১৫ জুন) রাতে বিজয়ীদের নাম ঘোষণা করেন উপজেলা নির্বাচন অফিসার মো. শাহাদাৎ হোসেন।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, উপজেলার পচাকোড়ালিয়া ইউনিয়নে নৌকার প্রার্থী মো. আব্দুর রাজ্জাক হাওলাদার তিন হাজার ৯৩৬ ভোট পেয়েছেন নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আনারস প্রতীকের প্রার্থী মো. আবু জাফর পেয়েছেন তিন হাজার ২২৮ ভোট।

ছোটবগী ইউনিয়নে নৌকার প্রার্থী মু. তৌফিকুজ্জামান (তনু) পেয়েছেন পাঁচ হাজার ৬৯৯ ভোট। তার নিকটতম প্রার্থী আনারস প্রতীকের আবুল হোসেন পেয়েছেন এক হাজার ৮১৫ ভোট।

কড়ইবাড়ীয়া ইউনিয়নে মো. ইব্রাহীম সিকদার (পনু) নৌকা প্রতীকে পেয়েছেন তিন হাজার ৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী মোটরসাইকেল প্রতীকের প্রার্থী হাফিজুল হক শিকদার পেয়েছেন দুই ৬৪২ভোট।

বড়বগী ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী মো. আলমগীর মিঞা (আলম মুন্সি) পেয়েছেন চার হাজার ৯১৪ ভোট। নিকটতম প্রতিদ্বন্দ্বী হাতপাখা প্রতীকের প্রার্থী মো. শাহাদাৎ হোসাইন পেয়েছেন তিন হাজার ২০ ভোট।

নিশানবাড়ীয়া ইউনিয়নে নৌকা প্রতীকের প্রার্থী ড. কামরুজ্জামান বাচ্চু পেয়েছেন পাঁচ ৪০৫ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী চশমা প্রতীকের প্রার্থী মো. শাহজালাল পেয়েছেন এক হাজার ৩৭৯ ভোট।

আরএইচ/জিকেএস