টানা পাঁচ বার মেম্বার নির্বাচিত হলেন টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলার বহুরিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া। প্রতিদ্বন্দ্বী প্রার্থী সেলিম মিয়াকে ৪৯ ভোটে পরাজিত করেন তিনি।
বৃহস্পতিবার (১৬ জুন) উপজেলা নির্বাচন কর্মকর্তা শরিফা খাতুন এ তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৯৯১ সালে উপজেলার বহুরিয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড থেকে প্রথম মেম্বার নির্বাচিত হন শাজাহান মিয়া। পরে প্রতিটি নির্বাচনেই ওই ওয়ার্ড থেকে বিপুল ভোটের ব্যবধানে মেম্বার নির্বাচিত হন তিনি। এ নিয়ে টানা ৫ বার নির্বাচিত হন তিনি।
বীর মুক্তিযোদ্ধা শাজাহান মিয়া জানান, সব সময় এলাকার মানুষের সুখ-দুঃখে পাশে থাকি। তাই জনগণ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেন।
এস এম এরশাদ/আরএইচ/জেআইএম