টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বেড়েই চলছে মহারশী, সোমেশ্বরী ও চেল্লাখালী নদীর পানি। ফলে ঝিনাইগাতী সদর ইউনিয়নের অন্তত পাঁচ গ্রাম, ধানশাইল ইউনিয়নের পাঁচ গ্রাম ও নালিতাবাড়ী উপজেলার নদী তীরবর্তী এলাকা প্লাবিত হয়েছে।
ঝিনাইগাতী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ জাগো নিউজকে বিষয়টি নিশ্চিত করেছে।
তিনি বলেন, সকাল থেকে পানি আসতে শুরু করেছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে।
এমরান হাসান রাব্বী/এসজে/এমএস