দেশজুড়ে

বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে তিস্তার পানি

তিস্তা নদীর বন্যা পরিস্থিতির আরও অবনতি ঘটেছে। শুক্রবার (১৭ জুন) সকাল থেকে তিস্তা নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর আগে বৃহস্পতিবার (১৬ জুন) সকাল থেকে পানি বিপৎসীমা বরাবর প্রবাহিত হতে থাকে।

পরিস্থিতি মোকাবিলায় তিস্তার সবকটি জলকপাট খুলে রেখেছে কর্তৃপক্ষ। তিস্তা নদীর পানি অব্যাহতভাবে বৃদ্ধি পাওয়ায় জেলার ডিমলা ও জলঢাকা উপজেলার ১৫টি চর গ্রামের প্রায় পাঁচ শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়েছেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফা উদ দৌলা জানান, উজানের ঢল ও বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় ব্যারাজের সবকটি জলকপাট খুলে রাখা হয়েছে।

এসআর/জিকেএস