নেত্রকোনার বারোহাট্টা উপজেলার ইসলামপুর এলাকায় বন্যার পানিতে রেললাইনের নিচের মাটি সরে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এছাড়া বন্ধ রয়েছে আন্তঃ উপজেলার সড়ক যোগাযোগও।
শনিবার সকাল ৮টার পর থেকে এই পথে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এর মধ্যে মোহনগঞ্জ স্টেশনে হাওর এক্সপ্রেস ও বারহাট্টা স্টেশনে ২৬২ নম্বর লোকাল ডাউন ট্রেন আটকা পড়ে আছে বলে জানিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।
বারহাট্টা স্টেশনের স্টেশনমাস্টার গোলাম রব্বানী জানান, বন্যার পানিতে শ্যামগঞ্জ-মোহনগঞ্জ রেলপথের ইসলামপুর এলাকায় একটি বক্স সেতু ভেঙে গেছে। এ ছাড়া কয়েকটি স্থানের রেললাইন বন্যার পানিতে ডুবে গেছে। তাই ট্রেন চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। লোকাল ট্রেনটি বারহাট্টা থেকে ঘুরিয়ে ময়মনসিংহে পাঠানোর ব্যবস্থা করা হচ্ছে।
এদিকে নেত্রকোনায় বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে। এরমধ্যে কলমাকান্দা, দুর্গাপুর, মোহনগঞ্জ, মদন, খালিয়াজুরিসহ ছয় উপজেলায় প্রায় সাড়ে ১৬ হাজার মানুষ বাড়িঘর ছেড়ে আশ্রয়কেন্দ্রে অবস্থান নিচ্ছেন। প্রায় ছয় লাখ মানুষ পানিবন্দি রয়েছেন। জেলার সঙ্গে কলমাকান্দা উপজেলার সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।
জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ বলেন, কলমাকান্দা ও দুর্গাপুর উপজেলার অবস্থা ক্রমশ অবনতি হচ্ছে। প্রচুর মানুষ পানিবন্দি। সার্বিক পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন থেকে প্রস্তুতি নেওয়া হয়েছে। এরই মধ্যে বন্যাকবলিত প্রতিটি উপজেলায় ২০ মেট্রিক টন করে চাল ও নগদ দুই লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। একইসঙ্গে শুকনা খাবারসহ ত্রাণ তৎপরতা অব্যাহত আছে।
কামাল হোসেন/এফএ/এমএস