বিশ্ব শরণার্থী দিবসে ‘উই আর রোহিঙ্গা’ শীর্ষক যৌথ আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করেছে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) ও বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘর।
ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (২০ জুন) বেলা ১১টায় মুক্তিযুদ্ধ জাদুঘরের অস্থায়ী প্রদর্শনী কক্ষে এ আলোকচিত্র প্রদর্শনী হবে।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, প্রদর্শনীতে ১০ জন রোহিঙ্গা শরণার্থীর তোলা ছবি প্রদর্শিত হবে। এসব ছবিতে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে বসবাসরতদের জীবনযাত্রা ফুটে উঠবে।
ডেভিড প্যালাজন ও মুক্তিযুদ্ধ জাদুঘরের সংগ্রহশালার প্রধান আমেনা খাতুনের সহযোগিতায় প্রদর্শনীতে আরও ৫০টি আলোকচিত্র দেখানো হবে। এসব আলোকচিত্রের মাধ্যমে মিয়ানমার সেনাবাহিনীর সহিংসতা ও নির্যাতন থেকে বেঁচে আসা রোহিঙ্গাদের সংস্কৃতি, পরিচয়, আশা ও স্বপ্ন তুলে ধরা হবে।
এছাড়া এ প্রদর্শনীতে বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের আর্কাইভ থেকে আরও ১১টি আলোকচিত্র প্রদর্শন করা হবে। এ আলোকচিত্রগুলো ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় দেশ ছেড়ে যেতে বাধ্য হওয়া বাংলাদেশি শরণার্থীদের।
এইচএআর/এসএএইচ/এমএইচআর/জেআইএম