দেশজুড়ে

সরকারি জমি নিয়ে সংঘর্ষ, আহত ১২

নারায়ণগঞ্জের রূপগঞ্জে সরকারি জমি নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয়পক্ষের অন্তত নারীসহ ১২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (২১ জুন) বিকেলে উপজেলার মঠেরঘাট এলাকার ভূমি অফিসের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলার মাঝিনা সুতিরপাড় এলাকায় প্রায় এক বিঘা সরকারি জমিতে বসবাস করে আসছেন আছমা বেগমের পরিবার ও ওসমান মিয়ার পরিবারের সদস্যরা। বেশ কয়েক মাস ধরেই ওসমান মিয়ার পরিবারের সদস্যরা আছমা বেগমের পরিবারকে এ জমি থেকে উচ্ছেদের চেষ্টা করে আসছিলেন। একই সঙ্গে সরকারি সম্পত্তি লিজ গ্রহণের জন্য উভয়পক্ষ সহকারী কমিশনার (ভূমি) বরাবর আবেদন করেন।

এদিকে তাদের উভয়পক্ষের মতবিরোধ থাকার কারণে সহকারী কমিশনার (ভূমি) অফিসে এদিন শুনানির দিন ধার্য করা হয়। শুনানিতে অংশ নিতে এসে একপক্ষ আরেক পক্ষকে উদ্দেশ্যে করে গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে দুপক্ষের লোকজন অফিসের প্রধান ফটকের সামনেই সংঘর্ষে জড়িয়ে পড়েন। দুই পক্ষই পাথর নিক্ষেপ করেন। পরে এলাকাবাসী ও ভূমি অফিসের কর্মচারীরা উভয়পক্ষকে সরিয়ে দেন।

সংঘর্ষে উভয়পক্ষের মোহাম্মদ আলী, শহিদুল ইসলাম, শাহ আলম, শাহানারা, সৌরভ, অজুফা বেগম, হারিজ মিয়া, আবুল বাশার, নুরে আলম ও মতিনসহ অন্তত ১২ জন আহত হন। তাদের মধ্যে শহিদুল ইসলামের হাত ভেঙে গেছে। তাকে পঙ্গু হাসপাতালে ভর্তি করানো হয়েছে। বাকিদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ জাগো নিউজকে বলেন, এ ধরনের কোনো সংবাদ পাইনি। কেউ অভিযোগও করেনি।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম জাগো নিউজকে বলেন, আমি মিটিংয়ে থাকায় শুনানি করতে পারিনি। লোকদের মাধ্যমে শুনেছি দুপক্ষের মধ্যে হাতাহাতি হয়েছিল।

মোবাশ্বির শ্রাবণ/এসজে/এএসএম