দেশজুড়ে

পঞ্চগড়ে পুকুরে পড়ে প্রাণ গেলো তিন বছরের শিশুর

পঞ্চগড়ের বোদা উপজেলায় পুকুরে পড়ে আহনাফ নামে তিন বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জুন) দুপুরে উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের ভক্তের বাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। শিশু আহনাফ ওই গ্রামের আওলাদ হোসেন শাহিনের ছেলে।

চাচা আব্দুল্লাহ আল মাসুদ রানা বলেন, বুধবার দুপুরে নিজ বাড়িতেই খেলা করছিল আহনাফ। খেলতে খেলতে একসময় সবার অগোচরে বাড়ির পাশের পুকুরে পড়ে যায় সে। পরে আহনাফকে পরিবারের সদস্যরা পুকুরের পানিতে ভাসতে দেখে। দ্রুত উদ্ধার করে স্থানীয় চিকিৎসকের কাছে নিয়ে গেলে তিনি আহনাফকে মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ চৌধুরী বলেন, এ ঘটনায় বোদা থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।।

সফিকুল আলম/এমআরআর/জিকেএস